সিলেট: সিলেটে শিবিরের নাশকতা পরিকল্পনার ছক উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি কয়েকটি স্থানে নাশকতা চালানোর পরিকল্পনা হাতে নেন সিলেটের শিবির নেতাকর্মীরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সিলেট কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ। শিবিরের সিলেট বিভাগীয় সমন্বয়ক শামসুর রহমান জাবালকে গ্রেফতারে পর সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে রহমত উল্লাহ জানান, সিলেটে কয়েকটি স্থানে নাশকতা ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল শিবির। এসব হামলার সময় কে, কীভাবে, কখন, কোথায় হামলা করবে, নেতৃত্ব দেবে কে এবং কে পেছনের সারিতে থাকবে এসব পরিকল্পনার ছক উদ্ধার করা হয়েছে। এছাড়া সম্প্রতি সিলেট নগরীর নয়টি সড়কে গাড়িতে ও আড়ংয়ের শো-রুমে ককটেল নিক্ষেপ করেন শিবির নেতাকর্মীরা। এসব ঘটনার পরিকল্পনার ছকও তাদের হাতে এসেছে।
তিনি জানান, উদ্ধার হওয়া তথ্য-প্রমাণ আরও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতার হওয়া জাবালকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও জানান তিনি।
রহমত উল্লাহ জানান, এসব তথ্য-প্রমাণ মিলেছে আটককৃত জাবালের সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে।
কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার (নং-১৮(২)১৫) আসামি জাবালকে বুধবার ভোরে নগরীর লামাপাড়া সবুজবাগ এলাকার ১০/৪ বাসার ৩য় তলা থেকে গ্রেফতার করা হয়। ওই ফ্লাটে নাশকতার পরিকল্পনাকালে তাকে গ্রেফতার করা হয় বলে জানান রহমত উল্লাহ।
এ সময় জাবালের বাসা থেকে পাঁচটি রামদা, দেড় ইঞ্চি লম্বা দু’টি দা, একটি ছোরা, দুই ফুট লম্বা নয়টি লোহার পাইপ, একটি লোহার রড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লোহার পাইপ ও রড গাড়ি ভাঙচুর ও হামলায় ব্যবহার করা হতো বলে জানানো হয়।
এছাড়া দুটি মুখোশ, রক্ত ঝরা দিনগুলো লেখা দুটি সিডি, একটি সনি মোবাইল সেট, বিভিন্ন ধরনের তিনটি আইডি কার্ড, জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের সমাবেশ লেখা তিনটি ব্যানার এবং বিভাগজুড়ে নাশকতার ছকের মানচিত্র উদ্ধার করা হয়।
শামসুর রহমান জাবাল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা কৃষ্ণপুর গ্রামের মাসুদুর রহমানের ছেলে। এছাড়া জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুর রহমানের আপন ভাতিজা জাবাল।
নগরীর ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে ইসলামী ছাত্রশিবিরের বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন জাবাল।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫