ঢাকা: রাজধানীর মালিবাগ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় মারুফ হোসেন নামের এক শিবিরকর্মীকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, মালিবাগ আবুল হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় শিবিরকর্মী মারুফকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।
পরে খবর পেয়ে পুলিশ ওই শিবিরকর্মীকে পাশে একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
তিনি আরও জানান, বর্তমানে মারুফ হোসেনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেই স্বীকার করেছেন তিনি শিবিরের সক্রিয় কর্মী।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫