সিলেট: সিলেটের ওসমানীনগরে ট্রাকে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে ওসমানীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টানা অবরোধ ও হরতালের সমর্থনে কয়েকজন যুবক ট্রাকটির সামনের অংশে ককটেল বিস্ফোরণ ঘটায় ও ইট নিক্ষেপ করে।
এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় তাৎক্ষণিক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান স্থানীয়রা।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরছালিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫