ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

গুরুদাসপুর উপজেলা শিবির সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
গুরুদাসপুর উপজেলা শিবির সভাপতি গ্রেফতার

নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সেলিম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (ফেব্রুয়ারি) দিনগত রাতে নিজ বাড়ি উপজেলার নাজিরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে গুরুদাশপুর থানায় আনা হয়।



পুলিশ জানায়, ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভোর পাঁচটার দিকে পেট্রোল বোমা মেরে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক পুড়িয়ে দেয় অবরোধকারীরা। এ সময় ট্রাকটি (বগুড়া মেট্রো ট ১১-০৪০৯) মালিক সিদ্দিকুর রহমান শাহ্ এর বাড়ি উপজেলার চাঁচকৈড় শাহা পাড়া মোড়ে পার্ক করা ছিল। আগুনে ট্রাকের সামনের অংশসহ সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকা ক্ষতি হয়।

এ ব্যাপারে ট্রাকের মালিক সিদ্দিকুর রহমান শাহ বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
 
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সেলিম রেজাকে বৃহস্পতিবার নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জুলকার নাইনের আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ