ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্রদলের সহকারি সাধারণ সম্পাদক মৃনাল কান্তিদাসকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ২০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের সহকারি কমিশনার ইফতেখারুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫