ঢাকা: নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে ‘খালেদা জিয়ার এজেন্ট’ বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামসুল হক টুকু।
তিনি বলেন, নাগরিক সমাজের নামে সাধু সেজেছিলেন মাহমুদুর রহমান মান্না।
আন্দোলনের নামে হরতাল-অবরোধ ও মানুষ হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনের প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।
শুধু মান্না কিংবা সাদেক হোসেন খোকাই না, অনেক সুশীল-বুদ্ধিজীবীরা আজ খালেদা জিয়ার এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করে তাদের সতর্ক করেন টুকু।
তিনি বলেন, জনগণের জান-মালের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বৈধ অস্ত্র দেওয়া হয়েছে। তা রক্ষা করতে গিয়ে তারা যদি সে অস্ত্র ব্যবহার করেন, তাহলে সেটাকে কোনোভাবেই অবৈধ বলা যাবে না।
তিনি আরো বলেন, খালেদা জিয়া আজ বাড়ি ছেড়ে দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে মানুষ হত্যায় মেতে উঠেছেন। তিনি হরতাল ডাকছেন, অবরোধ ডাকছেন, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না।
খালেদার ডাকে হরতাল হয় না, অবরোধ হয় না কিন্তু তার নির্দেশে মানুষ হত্যা চলছে- বলেন টুকু।
তিনি দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে অব্যাহত হরতাল-অবরোধ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি জনগণের জানমাল রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আরো কঠোর হওয়ার আহবান জানান।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, বলরাম পোদ্দার, অ্যাডভোকেট শাহজাহান আলী সাজু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫