গুলশান কার্যালয় থেকে: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয় আগের দিনগুলোর মতোই নীরব। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর একটা পর্যন্ত কোনো দলটির কোনো নেতাকর্মীকে এ কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি।
গুলশান কার্যালয়ের গেটের ভেতরে খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা কর্মীরা, সামনে নাম নিবন্ধন খাতা ও ক্যামেরা নিয়ে চেয়ারে বসে আছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তাকর্মী ছাড়া কার্যালয়ের ভেতরে থাকা কাউকে গেটের সামনে দেখা যায়নি।
গেটের সামনে সংবাদ সংগ্রহের জন্য আছেন বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা।
গত কয়েকদিন ধরে খালেদা জিয়ার সঙ্গে কেউ দেখা করতে এলে খাতায় নাম লিপিবদ্ধ ও ক্যামেরা দিয়ে ছবি তুলে রাখছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর অনেকের ধারণা, যেকোনো মুহূর্তে গ্রেফতার হবেন তিনি। যে কারণে সংবাদকর্মীরা বুধবার সারারাত গুলশান কার্যালয়ের সামনে নির্ঘুম কাটিয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে এ কার্যালয়ের সামনে বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীদের ভিড় বাড়তে থাকলেও অতিরিক্ত পুলিশ দেখা যাচ্ছে না।
বিএনপির ৫ জানুযারির সমাবেশ সামনে রেখে গত ৩ জানুয়ারি থেকে গুলশান কার্যালয়ে অবস্থান নিয়ে অাছেন খালেদা জিয়া। ৫ জানুয়ারি এ কার্যালয় থেকেই টানা অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তিনি। সঙ্গে যোগ হয় থেমে থেমে হরতাল।
৩ জানুয়ারি থেকে কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ পাহারা ও ট্রাক দিয়ে ঘেরাও থাকলেও ১৯ জানুয়ারি থেকে অতিরিক্ত পাহারা বা খালেদা জিয়ার বের হওয়ায় কোনো বাধা নেই। তবুও নিজ কার্যালয়ে অবস্থান করছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫