ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

দুপচাঁচিয়ায় ট্রাকে পেট্রোল বোমা, চালক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
দুপচাঁচিয়ায় ট্রাকে পেট্রোল বোমা, চালক আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইলে স্ট্রবেরীবাহি একটি মিনি ট্রাকে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাক চালক জামাল হোসেন সাগর (৩৭) আহত হন।



বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পেট্রোল বোমা ছুড়লে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যায়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শনকারী দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, জয়পুরহাট জেলার জামালগঞ্জ থেকে ট্রাকভর্তি স্ট্রবেরী নিয়ে ট্রাকটি ঢাকার কারওয়ান বাজারের উদ্দ্যেশ্যে যাচ্ছিল। বুধবার রাতে উল্লেখিত স্থানে পৌছুলে দুর্বৃত্তরা ট্রাকটির গতিরোধ করে পেট্রোল বোমা ছুড়ে।

আহত ট্রাক চালক জামাল হোসেনকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
আহত ট্রাক চালক দাবি করেছেন, ট্রাকে প্রায় ১৬ লাখ টাকার স্ট্রবেরী ফল ছিল। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ