খুলনা: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছর পর খুলনা জেলা আওয়ামী লীগের সম্মেলন চলছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর আউটার স্টেডিয়ামে এ সম্মেলন উদ্বোধন করা হয়।
জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, এমপি, প্রধান বক্তা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এমপি, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, এমপি, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, এমপি।
সম্মেলন পরিচালনা করছেন- খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা, এমপি।
সম্মেলনে সভাপতিত্ব করছেন খুলনা জেলা সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ।
এদিকে, সম্মেলন শুরুর আগে থেকেই নয় উপজেলার হাজার হাজার নেতাকর্মী মিছিল ও শোভাযাত্রা সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ১৭ জানুয়ারি দলটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে শেখ হারুনুর রশিদ সভাপতি ও এস এম মোস্তফা রশিদী সুজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবারের সম্মেলনে ২১৮ জন কাউন্সিলর আগামী দিনের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫