মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পুলিশি বাধায় বিক্ষোভ মিছিল করতে না পেরে সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের থানারপুল এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে মিছিল বের করার চেষ্টা করে তারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই।
এ সময় উপস্থিত ছিলেন- শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র এ কে এম ইরাদত মানু, জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল, জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু সিকদার বাবুল প্রমুখ।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫