ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

মুন্সীগঞ্জে বিএনপির সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
মুন্সীগঞ্জে বিএনপির সমাবেশ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পুলিশি বাধায় বিক্ষোভ মিছিল করতে না পেরে সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের থানারপুল এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে মিছিল বের করার চেষ্টা করে তারা।

এসময় পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই।

এ সময় উপস্থিত ছিলেন- শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র এ কে এম ইরাদত মানু, জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল, জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু সিকদার বাবুল প্রমুখ।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ