চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা শিবিরের সভাপতি মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নাচোল চেয়ারম্যান পাড়ার এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে নাচোল চেয়ারম্যান পাড়ার এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের পাশ থেকে উপজেলা শিবিরের সভাপতি মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাচোল থানায় তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫