ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বিএনপির ঝটিকা মিছিল, বাসে পেট্রোলবোমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
বগুড়ায় বিএনপির ঝটিকা মিছিল, বাসে পেট্রোলবোমা

বগুড়া: বগুড়া শহরে হরতাল-অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এছাড়া শহরের চারমাথায় মেহেড়া পেট্রোলপাম্পের কাছে থামানো বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শহরের শেরপুর রোডের ইয়াকুবিয়া মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে সটকে পড়ে মিছিলকারীরা।

এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে একটি থামানো বাসে পেট্রোলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে প্রায় সম্পূর্ণ পুড়ে যায় বাসটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে শহরের মফিজ পাগলার মোড় থেকে ইয়াকুবিয়া মোড় পর্যন্ত একটি ঝটিকা মিছিল বের করে হরতাল সমর্থকরা। তবে গ্রেফতার আতঙ্কে মিছিলটি শহরমুখী হতে সাহস করেনি।

এদিকে, বগুড়ার সোনাতলা উপজেলার মো. সিরাজ নামের এক বাসমালিক জান‍ান, তার একটি বাস জেলা শহরের চারমাথা মেহেড়া পেট্রোলপাম্পের কাছে রাখা ছিলো। বুধবার রাত আনুমানিক সোয়া ১১টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।

বগুড়া সদর থানার পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, বাসটির অবস্থা ভালো ছিলো না। তাই তেমন একটা ক্ষতি হয়নি।  

বাংলাদেশ সময় : ১৪৩৯ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ