নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে পেট্রোল বোমা ও ককটেলসহ চার যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা, ১৭টি ককটেল, ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ছয়টি মোবাইল ও নগদ ১০ হাজার ২৫৩ টাকা জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, ভোর ৫টার দিকে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প কমান্ডার (এএসপি) মো. শামীম কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- জাকির হোসেন (৩৭), হুমায়ূন কবির (৩২), দোলেয়ার হোসেন (৩৫) ও এরশাদ উল্লা (৩৬)।
দুপুরে র্যাব কর্মকর্তা মো. শামীম কবির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী-নোয়াখালী মহাসড়কের পার্শ্ববর্তী কুতুবপুর ইউনিয়নের একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এখনো তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫