ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার কার্যালয় থেকে যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
খালেদার কার্যালয় থেকে যুবক আটক ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে দেলোয়ার হোসেন নূর নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটকের সময় খালি গাঁয়ে থাকা ওই যুবকের বুকে পিঠে লেখা ছিলো ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘গণতন্ত্র মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান।

দেলোয়ারের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর এলাকায়।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় গুলশান-২ নম্বরস্থ বাড়ির সামনে একাই উপস্থিত হন দেলোয়ার। এ সময় শেখ হাসিনার পদত্যাগ দাবি করে বক্তব্য দিতে থাকেন তিনি। সাথে সাথেই তাকে আটক করে গুলশান থানায় নিয়ে যায় পুলিশ।

জানা গেছে, চলতি বছরের ৫ জানুয়ারি পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকেও একবার গ্রেফতার হয়েছিলেন দেলোয়ার। পরে ১৮ জানুয়ারি জামিনে বের হন তিনি।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি থেকে গুলশানের রাজনৈতিক ‍কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তাকে সরকার অবরুদ্ধ করে রেখেছে বলে বিএনপির তরফে দাবি করা হলেও সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, খালেদা জিয়া যখন খুশি তার কার্যালয় ত্যাগ করতে পারেন।
 
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ