গাজীপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শ্রীপুরে বিএনপির মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে দুই দফা সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বেলা ১টা দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কাওরাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি সামছুল হক মোড়ল, সাধারণ সম্পাদক মোমিনুল কাদির মোমিন, ছাত্রদল নেতা জুয়েল রানা ও আতাউর রহমানের নেতৃত্বে যুগীর সিট সিপি মোড়ে মিছিল বের করে বিএনপি।
মিছিলের শেষ পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা করলে সংঘর্ষ বাধে। এতে উভয় দলের ৫ কর্মী আহত হন। পরে উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয়ে যায়।
সূত্র মতে, এ ঘটনার জের ধরে দুপুর ১২টার দিকে কাওরাইদ বাজারে আবারো বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় বিএনপি নেতা আফজাল হোসেন, আলতাব হোসেন, মো. শরীফ, আব্দুল্লাহ ও হাত কাটা কাশেম আহত হন। পরে পরিস্থিতি শান্ত হয়।
সূত্র জানায়, দুই দফায় সংঘর্ষে ৯জন আহত হয়। এর মধ্যে ৭জন বিএনপি ও ২জন আওয়ামী লীগ কর্মী।
এ বিষয়ে জানতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদিরের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করা তিনি ফোন ধরেননি।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬,২০১৫