ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার কার্যালয়ে ভূতুড়ে পরিবেশ

শফিক শামীম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
খালেদার কার্যালয়ে ভূতুড়ে পরিবেশ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গুলশান কার্যালয় থেকে: গেটের ভেতর বসে আছেন একজন নিরাপত্তা কর্মী। ঝড়া পাতায় ভরে গেছে বাড়ির আঙ্গিনা, গেটের বাইরেরটাও ভরে আছে ঝড়া পাতায়।

মনে হচ্ছে যেন পরিত্যক্ত একটি বাড়ি।  

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হওয়া গুলশান-২ এর ৮৬ নম্বর রোডের ৬ নম্বর বাড়িটির হাল বর্তমানে এমনিই।

যে কার্যালয়ে সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ছিল নেতাকর্মীদের ভিড়, কে কার আগে প্রবেশ করবে তা নিয়ে হতো রীতিমত প্রতিযোগিতা, সেই কার্যালয় এখন নেই কোন নেতাকর্মীর ভিড়, নেই কোলাহল।  

গেটের সামনে গিয়ে ভেতরে তাকালেই মনে হচ্ছে ভূতুড়ে পরিবেশ। গেটের সামনে সাদা পোশাকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা চেয়ারে বসে অলস সময় কাঁটাচ্ছেন। সামনে পাতা টেবিল। টেবিলে রাখা রয়েছে দু‘টি খাতা। টেবিলের সামনে পাতা চেয়ারে ভিডিও ক্যামেরা ও স্টিল ক্যামেরা নিয়ে বসে আছেন সাদা পোশাকের দুই জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য।
 
এই কার্যালয়েই প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন খালেদা জিয়া। কার্যালয়ে অবস্থান কালেই মারা গেছে তার আদরের ছোট ছেলে আরাফাত রহমান কোকো।
এমন পারিবারিক বেদনাবিধুর পরিবেশেও খালেদার পাশে নেই তার পরিবারের অন্যান্য সদস্যরা।

গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তার  সঙ্গে শুধু আছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস  চেয়ারম্যান সেলিনা রহমান, প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সহকারী শিমুল বিশ্বাস, মহিলা দল নেত্রী শিরিন সুলতানাসহ কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। সব মিলিয়ে অনেকটা ভূতুড়ে পরিবেশ বিরাজ করছে খালেদা জিয়ার কার্যালয়ে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ