ঢাকা: রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানের সামনে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় এক পথচারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ৫০ মিনিটে ঈদগাহ ময়দানের গেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানায়, এদিন ওই সময়ে দুর্বৃত্তরা পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এক পথচারী আহত হয়েছেন।
এ ঘটনায় ঈদগাহ ময়দানের পাশে প্রেস ক্লাবে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালাচ্ছে। সন্দেহভাজন পথচারীদেরও পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।
তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫