পঞ্চগড়: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ও ২০ দলের ডাকা হরতাল ও অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড় জেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির সভাপতির আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সাবেক ছাত্রদল নেতা নুরুজ্জামান বাবু।
এর পর জেলা বিএনপির অপর একটি অংশ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার হোসেনের নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে অন্যান্যদের মধ্যে অংশ নেন পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা জাহিরুল ইসলাম কাচ্চু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫