ঢাকা: রাজধানীর তোপখানা রোড এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে হ্যান্ড্রি মিলু (২৭) নামে এক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
মিলু মিরপুর-১০ নম্বর সেক্টর আল হেলাল হাসপাতালের পাশে একটি প্রতিষ্ঠানের সিএ শিক্ষার্থী।
তিনি বলেন, প্রেসক্লাবের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটলে আমার হাত জখম হয়। পরে স্থানীয় কয়েকজন উদ্ধার করে আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
** জাতীয় ঈদগাহের সামনে ২ ককটেল বিস্ফোরণ