ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে শিবির সমন্বয়ক জাবাল ২ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
সিলেটে শিবির সমন্বয়ক জাবাল ২ দিনের রিমান্ডে

সিলেট: সিলেটে গ্রেফতার হওয়া শিবিরের সমন্বয়ক শামসুর রহমান জাবালের দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।



শুনানি শেষে আদালতের বিচারক দুইদিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।
 
সিলেট কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) সাজ্জাদুল হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে নগরীর লামাপাড়া সবুজবাগ এলাকার ১০/৪ নং বাসার ৩য় তলা থেকে জাবালকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও নাশকতার ছক উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ