সিলেট: সিলেটে গ্রেফতার হওয়া শিবিরের সমন্বয়ক শামসুর রহমান জাবালের দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
শুনানি শেষে আদালতের বিচারক দুইদিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) সাজ্জাদুল হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে নগরীর লামাপাড়া সবুজবাগ এলাকার ১০/৪ নং বাসার ৩য় তলা থেকে জাবালকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও নাশকতার ছক উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫