ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

‘জনগণ এখন সরকার পতনের ক্ষণ গণনা শুরু করেছে’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
‘জনগণ এখন সরকার পতনের ক্ষণ গণনা শুরু করেছে’ সালাহ উদ্দিন আহমেদ

ঢাকা: বিএনপি ও ২০ দলীয় জোটের পক্ষে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর বন্দুকের নল ও দলকানা কতিপয় প্রচার মাধ্যমনির্ভর সরকার এখন পতনের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে।

তিনি বলেন, জনগণ এখন সরকার পতনের ক্ষণ গণনা শুরু করেছে।

পুলিশ বাহিনীকে ফ্রাঙ্কেনস্টাইনের দৈত্যে পরিণত করে সরকার নিজেকে আপাত নিরাপদ মনে করলেও যেকোনো মুহূর্তে বন্দুকের নল ঘুরে যেতে পারে। রাষ্ট্রশক্তির চূড়ান্ত নৈরাজ্যের বিপরীতে জাগ্রত গণশক্তির বিজয় আসন্ন।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ এ কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ