ঢাকা: বিএনপি ও ২০ দলীয় জোটের পক্ষে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর বন্দুকের নল ও দলকানা কতিপয় প্রচার মাধ্যমনির্ভর সরকার এখন পতনের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে।
তিনি বলেন, জনগণ এখন সরকার পতনের ক্ষণ গণনা শুরু করেছে।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ এ কথা বলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫