ঢাকা: বাংলাদেশে নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসিডেন্ট পার্কে (বারিধারায় এরশাদের বাসভবন) এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের মধ্যে বিরাজমান দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলাপ-আলোচনা হয়েছে বলে জানায় জাতীয় পার্টি সূত্র।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫।