রংপুর: নাশকতা সৃষ্টির অভিযোগে রংপুর কোতোয়ালি থানার পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জামায়াত ও বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলার কাউনিয়া, গংগাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, পীরগাছা, মিঠাপুকুর ও রংপুর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের সিনিয়র কর্মকর্তা শরিফুল ইসলাম জানায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নামে বিভিন্ন থানায় নাশকতার সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫