জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম জাকিরের মুক্তির দাবিতে তিন দিন ধর্মঘট ডেকেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম জাকিরের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাবি ছাত্রদল ২৮ ফেব্রুয়ারি, ১ ও ২ মার্চ সর্বাত্মক ধর্মঘট আহবান করছে।
বিবৃতিতে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদেশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।
এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে ছাত্রদল।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫