গাজীপুর: গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদের বিরুদ্ধে টেন্ডার ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জয়দেবপুর থানায় এস এম শাহীন নামে এক ঠিকাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্ধারিত টেন্ডারের সিডিউল বিক্রির পর এরশাদ অস্ত্রের মুখে এস এম শাহীন নামে এক ঠিকাদারের কাছ থেকে সিডিউল ছিনতাই করেন।
এ ঘটনায় শাহীন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন ওই ঠিকাদার।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫