ঢাকা: মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি জাকিরুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাসের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মহানগর ডিবির উপপরিদর্শক (এসআই) আনসার আলী।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে এই দুই ছাত্রদল নেতাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ২০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয় বলে ডিবির তরফে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫