সিরাজগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচি, রায়গঞ্জ ও তাড়াশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এসব মিছিল বের হয়।
স্থানীয়রা জানায়, বেলকুচি উপজেলার মবুপুর বাজার থেকে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কান্দাপাড়া বাজারে পৌঁছালে একটি ট্রাক ও অটোরিকশায় ভাঙচুর চালানো হয়।
এ সময় উপজেলা যুবদলের সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মোখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম আইয়ুব, যুগ্ম সম্পাদক হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিপন আলী, কলেজ ছাত্রদলের সভাপতি ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল রানা উপস্থিত ছিলেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, ওই এলাকায় ঝটিকা মিছিল হয়েছে বলে শুনেছি। তবে, যানবাহন ভাঙচুরের বিষয়টি জানা নেই।
একই সময় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড মসজিদের কাছ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি ধানগড়া বাজার প্রদক্ষিণ শেষে পল্লী বিদ্যুত অফিসে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান মিরন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাতেম আলী সুজন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুর ইসলাম আলম, পৌর যুবদলের সভাপতি মাহমুদুল হক তামান্না, পৌর ছাত্রদলের আহ্বায়ক এম আর ইসলাম সাদী প্রমুখ।
রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বাংলানিউজকে জানান, চোরাগোপ্তাভাবে মিছিল হয়ে থাকতে পারে।
এছাড়া, সন্ধ্যায় তাড়াশ উপজেলার বড়গ্রাম বাজার থেকে একটি মিছিল বের করে বিএনপির কর্মীরা। মিছিলটি দোবিলা ইউনিয়ন পরিষদ ভবন পর্যন্ত গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুল বারী, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাবিল, যুবদলের সহ-সভাপতি হাসান আলী, রেজাব উদ্দিন, ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ মাসুম, সাধারণ সম্পাদক মিলন খান প্রমুখ।
তাড়াশ থানার ওসি আতাউর রহমান বাংলানিউজকে বলেন, উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল ঘরগ্রাম এলাকায় মিছিল হয়েছে বলে আমি শুনেছি।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫