ঢাকা: বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় জাগপা ঢাকা মহানগর সহ-সভাপতি আলহাজ্ব ফাইজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান কবিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর জাগপা।
এছাড়া রাজধানীর পল্টন কালভার্ট এলাকায় যুব জাগপা ঢাকা মহানগর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, দপ্তর সম্পাদক নাজমুল হাসান ও বাদল হোসেনের নেতৃত্বে বের হয় আরও একটি বিক্ষোভ মিছিল।
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় জাগপা মজদুর লীগের আহ্বায়ক শেখ জামাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে জাগপা মজদুর লীগ।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫