ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ, আটক ১

রাঙামাটি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

মিছিল শেষে যাওয়ার পথে পুলিশ ধাওয়া দিয়ে মোরশেদুল ইসলাম নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে।

তিনি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির একটি মিছিল হঠাৎ রাঙামাটি শহরে বের করলে জনগণের মধ্যে ভীতি ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। এসময় পুলিশ জনগণের জানমাল রক্ষায় ও জনগণের ভীতি কমানোর লক্ষ্যে বিএনপির সমাবেশে ধাওয়া দেয়। এসময় সবাই পালিয়ে গেলেও মোরশেদকে আটক করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ সায়েম বলেন, বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মিছিল শেষে ফেরার পথে পুলিশ দু’দিক থেকে আমাদেরকে ধাওয়া দেয়। এসময় মোরশেদকে আটক করে পুলিশ। তিনি মোরশেদের মুক্তি দাবি করেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু সোহেল ইমতিয়াজ এক ছাত্রদল নেতার আটকের খবর নিশ্চিত করেছেন।

এর আগে বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বনরূপায় বিএম শপিং কমপ্লেক্সের সামনে সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি সাইফুল আলম শাকিল ও জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ সায়েম।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ