ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

নেতাদের গ্রেফতারে ছাত্রদলের নিন্দা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
নেতাদের গ্রেফতারে ছাত্রদলের নিন্দা

ঢাকা: ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক মৃনাল কান্তি বৈষ্ণব, সহ সাংগঠনিক সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাকির হোসেন, কেন্দ্রীয় সংসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্রদল নেতা নাহিন, জহুরুল হক হলের ছাত্রদল নেতা মো. বদিউজ্জামান চয়নকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক বিবৃতিতে এ নিন্দা এবং প্রতিবাদ জানান।



বিবৃতিতে অভিযোগ করা হয়, মৃনাল কান্তি বৈষ্ণব ও  জাকির হোসেনকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাসা থেকে আটক করে ২ দিন পর বৃহস্পতিবার তাদের পেট্রোল বোমার নাটক সাজিয়ে গ্রেফতার দেখায় পুলিশ। এছাড়াও সৈয়দ মাহমুদ, সূর্যসেন হলের ছাত্রদল নেতা নাহিন, জহুরুল হক হলের ছাত্রদল নেতা মো. বদিউজ্জামান চয়নকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছাত্রদল নেতাদের সঙ্গে পেট্রোল বোমার সম্পর্ক দেখিয়ে ডিএমপির সংবাদ সম্মেলনে যে বক্তব্য দেওয়া হয়েছে, তার তীব্র নিন্দা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিবৃতিতে ছাত্রদল নেতারা বলেন, পুলিশ বাহিনীর কিছু কর্মকর্তা এখন আওয়ামী লীগের দ্বিতীয় শ্রেণির নেতাদের মতো বক্তব্য রাখছেন। কতিপয় কর্মকর্তার দলীয় মতাদর্শ দ্বারা প্রভাবিত, খামখেয়ালি আচরণের কারণে একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে যাদের সুনাম ছিল, সেই পুলিশ এখন দেশে-বিদেশে বদনাম কুড়াচ্ছে।

তারা দাবি করেন, পেট্রোল বোমা ও নাশকতার রাজনীতিতে ছাত্রদল বিশ্বাস করে না। বরং চলমান আন্দোলনে ভয় পেয়ে ‘অবৈধ’ সরকারের লালিত ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীরাই নাশকতা করছে। বিভিন্ন জায়গা থেকে তারা পেট্রোল বোমাসহ ধরাও পড়ছে। ছাত্রলীগের এসব তথ্য ধামাচাপা দেওয়ার জন্যই দলীয় প্রশাসন ছাত্রদল নেতাদের জড়িয়ে এ ধরনের অপবাদ দিচ্ছে।

অবৈধ সরকার ও প্রশাসনকে এ ধরনের ‘ন্যাক্কারজনক আচরণ’ বন্ধ করে পতনের দিন-ক্ষণ গুনতে এবং গ্রেফতারকৃত ছাত্রদল নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহবান জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ