ঢাকা: সংলাপকে গণতন্ত্রের প্রক্রিয়া উল্লেখ করে প্রবীণ আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু বলেছেন,সংলাপ হতেই পারে। কিন্তু তা সন্ত্রাস-সহিংসতা সৃষ্টিকারীদের সঙ্গে নয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দেশের চলমান রাজনীতি এবং সহিংসতা নিয়ে এক উন্মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন।
পাক্ষিক ‘মত ও পথ’ এবং ‘প্রতিবুদ্ধিজীবী’র যৌথ উদ্যোগে এ উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোজাফফর হোসেন পল্টু বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির নামে তালেবানি কায়দায় মানুষ হত্যা করছে বিএনপি-জামায়াত। এটা গণতান্ত্রিক আন্দোলনের কোনো পন্থা হতে পারে না।
‘বিগত সময়েও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন-সংগ্রাম হয়েছে। কিন্তু মানুষ পুড়িয়ে মারার কোনো ঘটনা ঘটেনি,’—বলেন তিনি।
সংলাপ বিরোধী আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে প্রবীণ এই রাজনীতিক বলেন, জাতীয় যে কোনো বিষয় নিয়ে সংলাপ হতে পারে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে প্রয়োজনে সংলাপ হতে পারে।
‘যারা এর বিরোধিতা করছেন তাদের এই নেতিবাচক মানসিকতা গণতন্ত্রের জন্য ভালো না,’—যোগ করেন সাবেক আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন।
একাত্তর ও পঁচাত্তরের ঘাতকরা এক হয়ে আজ আন্দোলনের মানুষ মারছে বলেও অভিযোগ করেন তিনি।
‘মত ও পথ’র সম্পাদক সংসদ সদস্য ওবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, সাংবাদিক অজয় দাশগুপ্ত, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ভূঁইয়া, কবি ও কলামিস্ট সোহরাব হাসান, কবি দিলদার হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫