মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পুলিশ অ্যাসল্ট মামলায় আলম মিয়া (২৭) নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জুড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আলম উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এসআই জানান, তার বিরুদ্ধে জুড়ী থানায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও পুলিশ অ্যাসল্ট মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫