ঢাকা: দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মেহবুব মাছুম শান্ত, হাসানুল বান্না ও সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে পরিবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল হোটেল রূপসী বাংলার কাছে পৌঁছালে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে বুয়েট ছাত্রদলের সভাপতি কে এস মুসাব্বির সাফি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহনেওয়াজ, সাইদুর রহমান, সূর্যসেন হলের নেতা গাজী আরিফ, সাইফুল মোহসিন, আলতাফ হোসেন, সজিব, ইউনুস পিটু, জসিম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মোহসিন ভূইয়া, মুজিব হলের খোরশেদ সোহেল, জহুরুল হক হলের নাদির শাহ, তুহিন, এস এম হলের হাবিবুল বাসার, এম এ রহিম রনি প্রমুখ অংশ নেন।
এর আগে দুপুর ২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সূর্যসেন হলের প্রচার সম্পাদক তরিকুল ইসলামের নেতৃত্বে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রনেতা মাহবুবুল হাসান শাহিন, সাগর, রিংকু, রাসেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেহেদি, হানজালা, রুবেল, মামুন, ঢাকা কলেজের রিমু, রাজু, মহানগর ছাত্রদল নেতা অলোক দে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান, রানা,শাকিল, আলতাফ প্রমুখ।
এদিকে সকাল ৮ টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে বকশীবাজার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে পৌঁছালে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অর্থ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা রজিবুল ইসলাম, আবু ফয়সাল জিহাদ, মো. ইমরান হোসেন, হাফিজুর রহমান, আলমগীর কবির, নাজমুল ইসলাম, সাইফুজ্জামান, আক্তার, সজীব (জিয়া হল), শামীম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মিঠু, জাহাঙ্গীর, তৌফিক, সাইফুল, অনিক, সারোয়ার, ঢাকা কলেজের ছাত্রনেতা মাসুদ, মোহন, ইমরান, চঞ্চল, নয়ন, রাসেল খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৭টায় রাজধানীর কাঁটাবন এলাকায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মিয়া মোহাম্মদ ঝলক।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহাঙ্গীর, হাকিম, মাহাবুব, সজীব, সুফিয়ান, ইমন, ফখরুল, ইশতিয়াক, হান্নান, সুপ্রীয়, মিশুক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তানভীর এবং মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের আরিফ।
এছাড়াও রাজধানীর বেইলি রোডে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫