ঢাকা: দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে সাবধান করে দিয়ে ক্ষমতাসীন একাধিক মন্ত্রী জানিয়েছেন, ‘দেশে কোনো ষড়যন্ত্রকারীর রক্ষা নেই। ষড়যন্ত্রকারী মান্নাকে গ্রেফতার করা হয়েছে, তার ষড়যন্ত্রের বিচার হবে।
বৃহস্পতিবার বিকেলে বংশালের সুরিটোলা স্কুল মাঠে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মন্ত্রীরা।
বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে গণতন্ত্রী পার্টি।
সমাবেশে বক্তব্য দেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ ১৪ দলের শীর্ষ নেতারা।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, গ্রেফতারের ভয়ে বিএনপির পলাতক নেতা সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার ষড়যন্ত্র করতে চেয়েছিলেন। সেই ষড়যন্ত্রকারী মান্নাকে গ্রেফতার করা হয়েছে। তার ষড়যন্ত্রের বিচার হবেই। দেশে কোনো ষড়যন্ত্রকারীর রক্ষা নেই।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যদি কেউ দেশপ্রেমিক সেনাবাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করেন তাকে ক্ষমা করা হবে না। তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। মাহমুদুর রহমান মান্না ও সাদেক হোসেন খোকা সাহেবের মত অনেকেই অনেক কথাবার্তা বলতে পারেন। সাবধান হয়ে যান। কাউকে ছাড় দেওয়া হবে না।
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বিএনপি সকল রাজনীতির খেলায় পরাজিত হয়ে মাহমুদুর রহমান মান্নাকে দিয়ে উত্তরপাড়ায় ষড়যন্ত্র করে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চেয়েছিলেন। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
সমাবেশে ১৪ দলের মুখপাত্র মোহাম্ম নাসিম বলেন, দেশে একজন জঙ্গি নেত্রী আছেন। সেই জন হলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের একটাই কাজ, সেই জঙ্গিদের দমন করতে হবে। তাদের বিষদাঁত ভেঙ্গে দিতে হবে।
খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে নির্বাচন করেছেন বলেই দেশে এখন গণতন্ত্র আছে। আপনার হরতাল সফল হোক আর না হোক আপনি গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করতে পারছেন। যদি ৫ জানুয়ারি নির্বাচন না হতো তা হলে দেশে সামরিক শাসন আসত। আপনি আপনার গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে পারতেন না।
গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলীর সদস্য মাহমুদুর রহমান বাবুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, কমিউনিস্ট কেন্দ্রর আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সভাপতি মন্ডলীর সদস্য নুরুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাসদ আহ্বায়ক রেজাউর রশিদ খান, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগাœ সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম এমপি, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫