সুনামগঞ্জ: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, খালেদা জিয়া মানুষকে গোপনে হত্যা করে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন না, তিনি সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সন্ত্রাসের রানী, দেশের শত্রু।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ পৌর সভার উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ পৌর মেয়র আয়ুব বখত জগলুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ও পেট্রোল বোমা মেরে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করছেন। তার এ কৃতকর্মের জন্য তাকে প্রায়চিত্ত করতে হবে।
মন্ত্রী আরো বলেন, দেশে উন্নয়ন ও শান্তির স্বার্থে যেকোন মূল্যে সন্ত্রাস দমন করতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি দেশের জনগণকেও এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা জনকল্যাণে বিশ্বাসী। জনগণের কল্যাণে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে গত ৬ বছর ধরে কাজ করে যাচ্ছেন।
বর্তমান সকারের আমলে ৩৮৭ লাখ টন চাল উৎপন্ন হয়েছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজের জন্য সরকার দেশে-বিদেশে প্রসংশিত হয়েছে।
দেশের উন্নয়ন ও শান্তির স্বার্থে খালেদা জিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতহিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
সুনামগঞ্জ পৌর কাউন্সিলর মনিষ কান্তি দে মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে আরো বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম, প্রবীন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন প্রমুখ।
এরআগে মন্ত্রী শহরের হাছন নগর এলাকায় মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক হোসেন বখত চত্বরের উদ্বোধন করেন।
সন্ধ্যা ৬টায় মন্ত্রী সুনামগঞ্জ পৌর সভায় এক সুধী সমাবেশে মিলিত হন।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫