ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ককটেল নিক্ষেপ করায় দুই জনকে গণপিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
ককটেল নিক্ষেপ করায় দুই জনকে গণপিটুনি ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই যুবক গণপিটুনির শিকার হয়েছেন।

তারা হলেন, হোসেন (১৮) ও নিলয় খন্দকার (২৫)।



বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পাশের পিয়াস হোটেলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, হোসেন ও নিলয় রিকশাযোগে এসে সিয়াম হোটেলের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু স্থানীয় দোকানদার ও অ্যাম্বুলেন্স চালকরা তাদের ধাওয়া দিয়ে শহীদ মিনারের কাছে গিয়ে ধরে ফেলে। এ সময় জনগণ তাদের মারধর করে পুলিশে সোপর্দ করে।   হোসেন ও নিলয়কে ধরে ফেললেও রিকশা চালক পালিয়ে যান।

বর্তমানে তারা দুজনে মেডিকেল ক্যাম্প পুলিশের হেফাজতে রয়েছেন।

তবে ওই দুই যুবক ককটেল বিস্ফোরণের কথা অস্বীকার করেন। তারা জানান, চানখাঁরপুলে বন্ধু মনিরের সঙ্গে দেখা করতে এসেছিলেন। দেখা না  পেয়ে ওই পথ দিয়ে রিকশা যোগে ফিরে যাচ্ছিলেন তারা।


হোসেন ধানমণ্ডির কলাবাগানের ভূতের গলি এলাকার বড় মসজিদের পাশে থাকেন। তিনি একটি ওয়ার্কশপে মিস্ত্রির কাজ করেন। আর নিলয় মোহাম্মদপুরের বাবর রোডে থাকেন। সেখানে তিনি চায়ের দোকান করেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ