জয়পুরহাট: জেলার পাঁচবিবি উপজেলার ভূতগাড়ী এলাকায় আলু বোঝাই ট্রাকে আগুন দিয়েছে অবরোধ ও হরতাল সমর্থকরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ১৫-২০ জনের একটি দল এ ঘটনা ঘটায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
তবে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার মাধাই নগর এলাকা থেকে আলু বোঝাই করে শিবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল (ঢাকা মেট্রো ট-১৪-৮১৮৫ নম্বরধারী) ট্রাকটি।
ট্রাকটি ভূতগাড়ী এলাকায় আসলে প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করে ট্রাকের গ্লাস ভাঙচুর করে। পরে ট্রাকের কেবিনে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫