ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ জনগণ মানছেন না। সবকিছু স্বাভাবিকভাবেই চলছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান।
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে শেখ হাসিনার অবদান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ।
সভায় তোফায়েল আহমেদ বলেন, ‘আজও (শুক্রবার) ট্রাফিক জ্যাম। অবরোধ কি হচ্ছে? সবকিছু স্বাভাবিক। হ্যাঁ আমি বাণিজ্যমন্ত্রী; আমার সঙ্গে ব্যবসায়ীদের কথা হয়। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ’
বাণিজ্যমন্ত্রী বলেন, আমি ‘তোফায়েল আহমেদ’ হয়েছি এই ছাত্রলীগ দিয়ে। ছাত্রলীগের ভালো দেখলে গর্বে মন ভরে উঠে। খারাপ দেখলে দুঃখে ভারাক্রান্ত হই। ছাত্রলীগের সঙ্গে অনেক স্মৃতি; ৮ম শ্রেণিতে পড়ার সময় প্রথম শেখ মুজিবের বক্তৃতা শুনি। সেখান থেকেই প্রতিজ্ঞা করলাম; যদি রাজনীতি করি এই নেতার রাজনীতি করবো।
তিনি বলেন, আমি যখন ৩য় বর্ষে পড়ি আমু (আমির হোসেন আমু) ভাইয়েরা ভিপি নমিনেশন দিতে চাইলো। রাজি হইনি। আমাদের জীবনটা এমন। আজকে অনেকে হঠাৎ করে এসে রাজনীতি করে।
তোফায়েল বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা আসলে আমরা রফিক, সালাম, বরকতদের স্মরণ করি। একই অবদানের জন্যে আমাদের স্মরণ করতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনাকে।
ছাত্রলীগের সভাপতি এইচ এম বাদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আনিসুর রহমান, উত্তরের সভাপতি রবিউল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫