ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

মুজাহিদের গাড়িতে পতাকা আর আমার হাতে হাতকড়া!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
মুজাহিদের গাড়িতে পতাকা আর আমার হাতে হাতকড়া! ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রাজনীতি কত কঠিন! মুজাহিদের গাড়িতে পতাকা, আমার হাতে হাতকড়া। এটা করেছিলেন খালেদা জিয়া।



শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের মিলনায়তনে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্নাকে উদ্দেশ করে তিনি বলেন, একজন ছাত্রনেতা টকশোতে দামি দামি কথা বলে এখন পুলিশের হাতে ধরা পড়েছেন। আইন তার নিজস্ব গতিতে চলবে। খালেদা জিয়ার রাজনীতি পরিস্কার করেছেন মান্না। এখন খালেদাও মামলার আসামি হয়েছেন।    

স্মৃতিচারণ করে তোফায়েল আহমেদ বলেন, ক্যান্টনমেন্ট থানায় আমাকে কীভাবে রেখেছিল, তা এখনও আমার মনে আছে। রাজনীতি কত কঠিন! মুজাহিদের গাড়িতে পতাকা, আর আমার হাতে হাতকড়া! এটা করেছিলেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার পরাজয় নিশ্চিত দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সূচকে পাকিস্তান থেকে আমরা এগিয়ে রয়েছি। এমনকী কিছু কিছু ক্ষেত্রে ভারতের চেয়েও আমরা এগিয়ে রয়েছি। তা সত্ত্বেও খালেদা জিয়া দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

তিনি বলেন, শিগগিরই খালেদা জিয়া আবারও পরাজিত হয়ে এদেশের রাজনীতি থেকে বিতাড়িত হবেন। তিনি পরাজিত হতে বাধ্য। আমরা লড়ছি সত্যের জন্য। আর সত্যের কাছে মিথ্যা বা অসত্য টেকে না।

তোফায়েল বলেন, খালেদা জিয়া যুদ্ধ ঘোষণা করেছেন জনগণের বিরুদ্ধে। এই যুদ্ধে তিনি একাত্তরের মতো পরাজিত হবেন। তার জেতার কোনো সম্ভাবনা নেই।

সংলাপের বিষয়ে তিনি বলেন, খালেদা জিয়াকে রক্ষা করতে কিছু লোক সংলাপের কথা বলেন। সন্ত্রাসের সঙ্গে কোনোদিন কোনো দেশ আপস করে না। আমরাও করবো না।

মন্ত্রী বলেন, অনেকে ছাত্রলীগের পরিচয় দিয়ে ছাত্রলীগের ক্ষতি করে। আমি বিশ্বাস করি, ছাত্রলীগের নেতৃত্ব বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবে।

তিনি বলেন, আমি তোফায়েল আহমেদ হয়েছি এই ছাত্রলীগের মাধ্যমে। তাই, ছাত্রলীগের ভালো দেখলে গর্বে মন ভরে ওঠে। কিন্তু, খারাপ দেখলে দুঃখে ভারাক্রান্ত হই।

ছাত্রলীগের সঙ্গে অনেক স্মৃতি রয়েছে বলে জানান তোফায়েল আহমেদ। ৮ম শ্রেণিতে পড়ার সময় শেখ মুজিবের বক্তৃতা শোনেন। সেখান থেকেই তিনি প্রতিজ্ঞা করেন, যদি রাজনীতি করেন, তাহলে এই নেতার রাজনীতি করবেন। বর্তমানে অনেকে রাজনীতি করেন হঠাৎ করে এসে।

হরতাল-অবরোধে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলেন, আমার সঙ্গে ব্যবসায়ীদের কথা হয়। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি প্রশ্ন রেখে বলেন, কিন্তু অবরোধ কি আদৌ হচ্ছে? শুক্রবারও ট্রাফিক জ্যাম রয়েছে। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে।

ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আনিসুর রহমান, উত্তরের সভাপতি রবিউল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক আজিজুল হক রানাসহ আরো অনেকে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে শেখ হাসিনার অবদান’ শিরোনামে এ আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।