ঢাকা: করুণ পরিণতির জন্য খালেদা জিয়াকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমণ্ডি ৩ নম্বর রোডের আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
নাসিম বলেন, খালেদা জিয়া এখন ‘জঙ্গিনেত্রী’তে পরিণত হয়েছেন। ‘পেট্রোল-বোমার নেত্রী’ ‘প্রাণ-সংহারকারী নেত্রী’তে পরিণত হয়েছেন।
খালেদা জিয়া একজন ‘হতাশ নেত্রী’ মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি হতাশাগ্রস্ত হয়ে একের পর এক ভুল করে যাচ্ছেন। তার এই সহিংস আন্দোলনের কারণে ভবিষতে ন্যায়সঙ্গত আন্দোলন হলেও মানুষ তা মানবে না। হরতাল-অবরোধের নামে তিনি যা করলেন, তাতে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ হলে তার জন্য খালেদা জিয়া দায়ী থাকবেন।
সাদেক হোসেন খোকা ও মাহমুদুর রহমান মান্নার টেলিফোন আলাপ ফাঁস হওয়ার বিষয়ে নাসিম বলেন, বিএনপি ঘরানার রাজনীতির অতিপরিচিত মুখ সাদেক হোসেন খোকা ও মান্নার টেলিফোন আলাপে ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়েছে।
এ জন্য তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন মোহাম্মদ নাসিম।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫