লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে একাধিক মামলার আসামি দুই শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভূঁইয়ার রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই শিবির নেতা হলেন- উপজেলা দক্ষিণ শিবির সভাপতি মোকতার হোসেন এবং চর মোহনা ইউনিয়ন শিবির নেতা আরিফুর রহমান।
মোকতার উপজেলার সোনাপুর এলাকার ইমান হোসেনের ছেলে। আরিফুর রহমান একই এলাকার মোস্তফা মিয়ার ছেলে।
রায়পুর থানার উপ পরিদর্শক (এসআই) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫