ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

আবারো ৪ দিনের রিমান্ডে রিজভী

স্পেশাল ও সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
আবারো ৪ দিনের রিমান্ডে রিজভী রুহুল কবির রিজভী

ঢাকা: বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব অ্যাডেভোকেট রুহুল কবির রিজভীকে আবারো ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে  মোহম্মদপুর থানা পুলিশ রিজভীকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।



শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আমিনুল ইসলাম।  

তিনি বলেন, রুহুল কবির রিজভী বর্তমানে মোহাম্মদপুর থানার তত্ত্বাবধানে রয়েছেন।

চলমান অবরোধ ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় আটক রিজভীর এটা সপ্তম দফা রিমান্ড। এর আগে তাকে আরো ৬ বার রিমান্ড নেওয়া হয়।

গত ১ ফেব্রুয়ারি রিজভীকে গ্রেফতার করে ঢাক‍া মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।