ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গ্রেফতারে সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। দুটি দুর্নীতির মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই মত দেয় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এছাড়াও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা অভ্যন্তরীণভাবেই সমাধান করতে হবে এমন মত দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, সহায়তা চাওয়া হলে দেশটি তা দিতে প্রস্তুত।
বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেসাই বিসওয়াল এক নিউজ ব্রিফিংয়ে এসব কথা বলেন।
নিশা বিসওয়াল খালেদা জিয়াকে গ্রেফতার প্রসঙ্গে বলেন, আমরা আশা করি কোনও ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সঠিক প্রক্রিয়াই অনুসরণ করা হবে।
তবে তিনি এও বলেন, সরকার দেশে রাজনৈতিক বিরোধীদের শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করতে পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করবে।
বিরোধী রাজনৈতিক দলগুলোর এই সুযোগ থাকা সমানভাবেই গুরুত্বপূর্ণ বলে মত দেন নিশা বিসওয়াল।
বাংলাদেশ সময় ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
** হরতাল-অবরোধ বন্ধে আদালতের নোটিশ খালেদার কার্যালয়ে