ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

নড়াইলে কালিয়া জাসদের উপজেলা সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
নড়াইলে কালিয়া জাসদের উপজেলা সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: কালিয়া উপজেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলনে বি এম আক্তার হোসেন রাঙ্গাকে সভাপতি এবং মুজিবর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কালিয়া পৌর কমিউনিটি সেন্টারে উপজেলা জাসদের সম্মেলন শেষে কাউন্সিলরদের ভোটে উপজেলা কমিটি নির্বাচিত হয়।



এর আগে সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু।

কালিয়া উপজেলা জাসদের সভাপতি বি এম আক্তার হোসেন রাঙ্গা’র সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি জাসদ অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু,  কেন্দ্রীয় সদস্য সাইফুজ্জামান বাদশা, জেলা সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট আব্দুস সালাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পান্ত, মহিলা বিষয়ক সম্পাদক লায়লা সুমন পশমী, জেলা যুব জোটের আহ্বায়ক মনিরুল ইসলাম, ছাত্রলীগের আহ্বায়ক তনিমা সিদ্দিকী তমা, মনিরুজ্জমান, সদরুল আলম সউদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।