ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

জামায়াতকে না ছাড়লে খালেদার রক্ষা নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
জামায়াতকে না ছাড়লে খালেদার রক্ষা নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জামায়াতকে না ছাড়লে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রক্ষা নেই বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজের গ্যালারি ১-এ নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে শান্তির স্বপক্ষে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারি সমিতি এ সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, খালেদা জঙ্গি জামায়াতকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষ পুড়িয়ে মারছেন। শ্রমজীবী মানুষের রক্তের সিঁড়ি বেয়ে কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না।

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিশ্বে কেউ ক্ষমতায় যেতে পারেননি। বাংলার মানুষও খালেদার এ স্বপ্ন কোনোদিন পূরণ হতে দেবে না।

সংগঠনটির সভাপতি মো. আবদুল খালেকের সভাপতিত্বে সভায় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর আঞ্চলিক এবং ইউনিট শাখার নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।