বগুড়া: বগুড়ায় নাশকতার ঘটনায় দায়ের হওয়া বিভিন্ন মামলায় বিএনপি ও শিবিরের তিননেতাসহ মোট ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন, বগুড়া জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী তোহা, বগুড়া শহর যুবদলের সহ-সভাপতি বাদল আকতার ও জেলার শাজাহানপুর শিবিরের সভাপতি শাহীন আলম।
গাজিউর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতা মামলার ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫