রংপুর: রংপুরে নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে জামায়াত-বিএনপিসহ ৭০ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা, গংগাচড়াসহ মহনগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
রংপুর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, অগ্নিসংযোগ, নাশকতা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে পুলিশ একজন জামায়াত এবং ২০ জন বিএনপিকর্মীসহ মোট ৭০ জনকে গ্রেফতার করেছে। বাকি ৪৯ জনের মধ্যে মাদক ব্যবসায়ী, পলাতক আসামি ও চাঁদাবাজ রয়েছে।
শুক্রবার বিকেলেই তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫