বগুড়া: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ১ মার্চ (রোববার) সকাল ৬ টা থেকে লাগাতার ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে স্থানীয় ২০ দল।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, অবরোধের পাশাপাশি ১ মার্চ (রোববার) সকাল ৬টা থেকে ৪ মার্চ (বুধবার) সকাল ৬টা পর্যন্ত বগুড়া জেলায় লাগাতার ৭২ ঘণ্টার হরতাল পালিত হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫।