ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

পুরান ঢাকায় বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
পুরান ঢাকায় বাসে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম ( ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার জজকোর্টের সামনে আজমেরি পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতা-হতের খবর পাওয়া যায় নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর আবদুল আজিজ বাংলানিউজকে জানান, বাসে আগুন দেওয়ার মতো কোনো ঘটনার খবর তারা পায়নি। খবর পেলে ব্যবস্থা নেবে।

এদিকে রোববার থেকে ২০দলীয় জোট আবারও ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।