ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানা জামায়াত নেতা মাহবুবুর রহমান মোস্তাককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাশে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি সংগঠনটির।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর থানার টহল পুলিশ তাকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাংলানিউজকে বলেন, ওই জামায়াত নেতাকে নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫